Header Ads

Header ADS

ছলনাময়ী ছদ্দবেশী

ছলনাময়ী ছদ্দবেশী

এই স্বার্থপর পৃথিবীতে সর্বোচ্চ স্থান দখল করে আছে এই ছলনাময়ী মেয়ে গুলো, তাদের সেই রাতের মায়াবী টেক্সট মেসেজ গুলো আর দিনের কথার সাথে কখনোই মিল খুঁজে পেলাম না । তারা এমন স্থান দখল করে নিয়ে বসে আছে যেখানে গভীর সমুদ্রের হায়না গুলো হাতছানি দিতে পারেনা। এটা কেমন ছলনা.? আমরাও তো মানুষ আমাদেরও তো মন আছে। কেন আমরা তো কারো সাথে এরকম করি না, কেন মেয়েরা এরকম হয়.? মেয়েরা ছেলেদের মন নিয়ে কেন এরকম খেলে একসাথে কয়টা ছেলেকে এরকম করে কাঁদাতে হয় রাতের সেই ম্যাসেজগুলো দিনের আলোতে এতটাই ঝলসে যায় যে তার কাছে অনুভূতিহীন চোখের জল গুলো তুচ্ছ হয়ে যায় । তারপরও দিন শেষে বলতে হয় সেই শ্রেষ্ঠ । সেই ছলনাময়ী ছদ্দবেশী মানবী ।
👇
👇
সেই ছলনাময়ী মেয়ে কে পাঠানো পিক...!!


Theme images by enot-poloskun. Powered by Blogger.